মোসাদ্দেকের চোট, শঙ্কায় সাকিববাহিনী

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। চট্টগ্রামে পৌঁছে মঙ্গলবার পুরোদমে অনুশীলন করেছে সাকিববাহিনী।
এই অনুশীলনের সময় চোট পেয়েছেন মোসাদ্দেক হোসেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আশাবাদী ম্যাচের আগে ফিট হয়ে ওঠবেন এই অলরাউন্ডার। বর্তমানে ফিজিওর তত্ত্বাবধায়নে আছেন তিনি।
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে নান্নু বলেন, 'মোসাদ্দেক অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। বর্তমানে ফিজিও জুলিয়ান কালেফাতোর তত্ত্বাবধায়নে আছে সে। ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে।'
মঙ্গলবার বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মোসাদ্দেক। এরপর অনুশীলন শুরু করলে পায়ে চোট পেয়ে বসেন এই তরুণ। পরবর্তীতে ফিজিওর সহায়তায় মাঠ ছাড়েন তিনি।
ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল মোসাদ্দেকের। সেই ম্যাচে ৩০ রানে অপরাজিত থাকার পাশাপাশি আফিফের সঙ্গে সপ্তম উইকেটে গড়েছিলেন ৮২ রানের জুটি।