নেতৃত্বের চাপ নিতে প্রস্তুত ডি কক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব দিয়ে ভারত সফরে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ার নতুন অধ্যায় হিসেবে নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন ডি ককও। বাড়তি এই দায়িত্বের চাপ নিতে প্রস্তুত তিনি।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করেছিলেন ডি কক। যে দুটি ম্যাচই হেরেছে প্রোটিয়ারা। নেতৃত্বে অনভিজ্ঞ এই ক্রিকেটারকে এবার দায়িত্ব দিয়ে ভারত সফরে পাঠানো হয়েছে।

অভিজ্ঞতায় কমতি থাকলেও ইতিবাচক কিছু করে দেখাতে চান ২৬ বছর বয়সী ডি কক। তাঁর মতে, 'আমি এখনই এই সব নিয়ে ভাবছি না। এটা আমার জীবনের নতুন একটা মোড়। আমার দায়িত্বটা আরও বেড়ে গেল। আমি চাপ নিতে প্রস্তুত। তবে বলতে পারব না, এই চাপে আমার ভাল হবে না খারাপ। আশাকরি এই দায়িত্ব আমাকে আরও বেশি শক্তিশালী করবে।'
দীর্ঘদিন ধরে আইপিএলে খেলার ফলে ভারতের কন্ডিশন সম্পর্কে ভালোই জানা ডি ককের। গত বারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। যাকে ক্যারিয়ারের সেরা প্রাপ্তিও বলেছেন তিনি।
আইপিএলে খেলার ফলে দায়িত্বে থাকাকালে ভারত সফরে দলের মেন্টর হিসেবে কাজ করতেন ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স। যে দায়িত্ব এবার পালন করবেন ডি ককও।
এ প্রসঙ্গে নতুন অধিনায়কের বক্তব্য, 'আমি যখন খেলতে শুরু করেছিলাম, তখন ওরা আমাকে প্রচুর সাহায্য করেছিল। আমাকে আমার মতো খেলতে দিয়েছিল। ওরা এখন দলে না থাকলেও সেই রীতি বদল হওয়ার কোনও কারণ নেই।'
ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।