সরফরাজকে নেতৃত্ব ছাড়তে আব্বাসের আহ্বান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার আহ্বান জানিয়েছেন দলটির কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস। দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাবর আজমকে অধিনায়ক হিসেবে দেখতে চান সাবেক ডানহাতি এই ব্যাটসম্যান।
তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়কত্ব পালন করছেন সরফরাজ আহমেদ। বর্তমান ক্রিকেটে একই সঙ্গে সব ফরম্যাটে নেতৃত্ব দেয়া অনেক কষ্টসাধ্য কাজ বলে মনে করেন পাকিস্তানের হয়ে ৭৮ টেস্ট খেলা আব্বাস।

করাচিতে একটি অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, 'এখন তিন ফরম্যাটে অধিনায়কত্ব করা খুবই কঠিন একটি কাজ।'
পাকিস্তানের জার্সিতে ৬২ টেস্ট খেলা আব্বাস মনে করেন, সরফরাজের শুধুমাত্র ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়াই শ্রেয়। টেস্টের জন্য বাবর আজমকে বেশি পছন্দ তাঁর।
এছাড়া পাকিস্তানের নবনিযুক্ত প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের চুক্তির ব্যাপ্তি নিয়ে সমালোচনা করেছেন আব্বাস। তাঁর মতে, 'এক রকমভাবে মিসবাহ এখন পিসিবির চেয়ারম্যান। ওর সঙ্গে তিন বছরের চুক্তির যুক্তিটি দুর্বোধ্য। চুক্তি কোনোভাবেই দুই বছরের বেশি হওয়া উচিত নয়। পরবর্তীতে ওর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চুক্তি বাড়ানো হলে এতে কোনো সমস্যা ছিল না।'
চলতি বছরের ৪ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে। একইসঙ্গে তাঁকে প্রধান নির্বাচকের দায়িত্বও বুঝিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।