ব্রড-অ্যান্ডারসনকে না খেলানোর আহ্বান ভনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জেমস অ্যান্ডারসন এবং স্ট্রুয়ার্ট ব্রডকে একই সঙ্গে না খেলানোর পক্ষে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ক্যারিয়ারের প্রায় শেষের দিকে চলে আসা দুই পেসারকে খেলানোর ব্যাপারে আরো উন্নত চিন্তা করতে নির্বাচকদের পরামর্শ দিয়েছেন তিনি।
গত এক দশক ধরে ইংল্যান্ড দলের অন্যতম সেরা পেসার ব্রড এবং অ্যান্ডারসন। বল হাতে প্রতিপক্ষ শিবিরে ধ্বস নামাতে জুড়ি নেই তাঁদের। ১৪৯ টেস্টে ৫৭৫ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। ব্রডের ঝুলিতে আছে ৪৬৭ উইকেট।

দলের এই দুই রত্নকে বুঝেশুনে খেলানোর পরামর্শ দিয়েছেন ভন। তিনি বলেন, ‘আমি মনে করি না তাদের উভয়কে একই সঙ্গে খেলানো সঠিক সিদ্ধান্ত। এমন হতে পারে যে ব্রড এক সিরিজে খেলবে আর অ্যান্ডারসন আরেক সিরিজে।’
সাবেক ইংলিশ এই ব্যাটসম্যান আরও যোগ করেন, ‘তারা (ব্রড ও অ্যান্ডারসন) হয়তো এটি পছন্দ করবে না, তবে তারা তাদের ক্যারিয়ারের এমন এক জায়গায় আছে যখন ইংল্যান্ডকে তাদের কম্বিনেশন উন্নতভাবে সাজাতে হবে।’
সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ২৬.৬৫ গড়ে ২৩ উইকেট শিকার করেছেন ৩৩ বছর বয়সী ব্রড। অপরদিকে সিরিজে মাত্র ৪ ওভার বোলিং করেন ৩৭ বছর বয়সী অ্যান্ডারসন। এরপর কাফ ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়তে হয় তাঁকে।