প্রথম ও তৃতীয় বিভাগ ক্রিকেট শুরু অক্টোবরে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রথম এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০১৯-২০ মৌসুমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এক বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে আসর শুরু, সূচির ব্যাপারে জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
আগামী ৩০ অক্টোবর শুরু হবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। দলে ক্রিকেটার ভেড়ানোর জন্য দুই দিন সময় বেধে দেয়া হয়েছে। আগামী ১ এবং ২ অক্টোবর দল-বদল অনুষ্ঠিত হবে।

প্রথম বিভাগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১২ অক্টোবর। ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যেখানে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে।
তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে আগামী ২০ অক্টোবর। খেলোয়াড় দলবদলের জন্য দলগুলোকে ৫ এবং ৬ অক্টোবর সময় বেধে দেয়া হয়েছে।
প্রতি বছর প্রথম বিভাগ ক্রিকেটের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঢাকা প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়।