promotional_ad

দল নিয়ে সাকিবের মন্তব্যে একমত মোসাদ্দেক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটারদের আত্মবিশ্বাসে কমতি এবং দক্ষতায় ঘাটতি থাকায় কাছে গিয়েও হেরেছে দল, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। দলপতির এই ব্যাখ্যার সঙ্গে একমত তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।


তলানিতে থাকা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিংয়ে নিজেদের নিবেদনেও ঘাটতি দেখছেন ২৩ বছর বয়সী মোসাদ্দেক। সবাই দায়িত্ব নিয়ে খেললে আফগানদের বিপক্ষে ম্যাচটি বের করে আনা সম্ভব ছিল, মনে করছেন এই অলরাউন্ডার।  



promotional_ad

১৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেছেন, ‘রান না করলে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই একটু কম থাকে। আমার মনে হয় ২০ রানের (২৫ রান) জন্য ম্যাচটা হেরেছি। আত্মবিশ্বাস কম থাকার পরও মাত্র ২০ রানে হেরেছি, আমার মনে হয় আমরা যদি ব্যাটিংয়ে প্রয়োগটা ঠিক মতো করতে পারতাম তাহলে ম্যাচটি জেতা যেত।’


মোসাদ্দেকের মতে, আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণ মোকাবেলায় ব্যাটসম্যানদের আরও দক্ষতাসম্পন্ন হতে হবে। যেকোনো দলের ভালো ফলাফলের মূলে থাকেন দক্ষ ক্রিকেটাররা।


ডানহাতি এই অলরাউন্ডারের ভাষায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি জানেন আফগানিস্তানের বেশি রিষ্ট স্পিনার। যে কারণে আপনি চাইলেই ওদের বিপক্ষে সব সময় চার-ছয় মারতে পারবেন না। এখানে দক্ষতার একটু ব্যাপার আছে। আমার মনে হয় কিছু জায়গায় প্রয়োগে ঘাটতি রয়েছে।’



‘এই ছোট ছোট জায়গায় ঘাটতির কারণেই আমরা ম্যাচগুলো অল্প রানে হারছি। আমি মনে করি এগুলো যত তাড়াতাড়ি কমিয়ে আনা যায় এবং এই সমস্যা থেকে বের হওয়া যায়. ততোই আমাদের জন্য ভালো।’ বলেছেন মোসাদ্দেক।


বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টায় মাঠে গড়াবে জিম্বাবুয়ে-বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচ জিতলেই ফাইনালে জায়গা করে নেবে সাকিব আল হাসানের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি একই ভেন্যুতে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball