জিম্বাবুয়ের সমীহ পাচ্ছেন সাকিবরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। এই ম্যাচের আগে বাংলাদেশকে সমীহ করছে জিম্বাবুয়ে। দলটির অলরাউন্ডার শন উইলিয়ামস জানিয়েছেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তাদের।
বাংলাদেশের ক্লাব ক্রিকেটের প্রশংসা করেছেন তিনি। মূলত ক্লাব ক্রিকেটের শক্তিশালী কাঠামোর কারণেই টি-টিয়েন্টিতে বাংলাদেশ উন্নতি করছে বলে মনে করেন জিম্বাবুয়ের এই ব্যাটিং অলরাউন্ডার।

এ প্রসঙ্গে চট্টগ্রামে উইলিয়ামস বলেছেন, ‘আমি মনে করি নিজেদের মাটিতে বাংলাদেশ খুব শক্তিশালী দল। ক্লাব লেভেলে তাদের খুব ভালো একটি কাঠামো আছে। টি-টিয়েন্টিতেও তারা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তাদের ভালো কিছু খেলোয়াড় রয়েছে।’
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমদের পরিসংখ্যানই বাংলাদেশকে সমীহ করতে বাধ্য করেছে বলে জানিয়েছেন উইলিয়ামস। তবে বুধবারের ম্যাচে বাংলাদেশকে কোনো ছাড় দেবে না তারা। নিজেদের পরিকল্পনা সফল করাই লক্ষ্য এখন জিম্বাবুয়ের।
‘অভিজ্ঞদের মধ্যে সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর তারা সবাই ভালো খেলোয়াড় এবং আমরা তাদের পরিসংখ্যানকে সমীহ করছি। আমরা কোনো ম্যাচকেই হালকাভাবে নিই না। আমরা নিজেদের পরিকল্পনায় মনোযোগ দিতে চাই এবং এটাই আমাদের দলের জন্য ভালো হবে।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চলতি ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয়বারের মতো একে অপরের মোকাবেলা করবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথম সাক্ষাতে বাংলাদেশের বিপক্ষ??? ৩ উইকেটে হেরেছিল জিম্বাবুয়ে।