মুমিনুলের নেতৃত্বে খেলবেন সৌম্য-মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি মাসে শ্রীলঙ্কার 'এ' দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ 'এ' দল। বুধবার (১৮ সেপ্টেম্বর) এই সিরিজের জন্য দেশ ছড়ার কথা রয়েছে ক্রিকেটারদের।
আসন্ন সিরিজটিকে ঘিরে মঙ্গলবার দল ঘোষণা করেছেন নির্বাচকরা। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মুমিনুল হককে। সদ্য বাংলাদেশ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও আছেন এই দলে।

স্কোয়াডে থাকলেও শান্ত দলের সঙ্গে যাচ্ছেন না। প্রধান নির্বাচক ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। এছাড়া জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজকেও রাখা হয়েছে এই দলে।
যদিও দলের সঙ্গে যাচ্ছেন না মিরাজ। ২০ তারিখ দেশ ছাড়ার কথা এই স্পিনারের। উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে তিনজনকে। নুরুল হাসান সোহান, জহুরুল ইসলাম অমি এবং এনামুল হক বিজয় আছেন এই দলে।
মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেনরাও এই দলে জায়গা পেয়েছেন। সোমবার একসঙ্গে মিরপুরের অ্যাকাডেমি মাঠে অনুশীলন করেছেন সবাই।
শ্রীলঙ্কায় ২টি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ এ দল। ২৩ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। ৩০ তারিখ অনুষ্ঠিত শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।
এ দলের স্কোয়াডঃ মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন সাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ।