বাবার হাতে খুন হয়েছিল স্টোকসের ভাই-বোন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফাইনাল এবং অ্যাশেজে হেডিংলি টেস্টে ইংল্যান্ডকে জিতিয়ে নায়ক বনে গেছেন বেন স্টোকস। বলতে গেলে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন ইংলিশ এই অলরাউন্ডার।
অ্যাশেজ সিরিজ শেষে ক্রিকেট থেকে দূরে থাকার সময়ও মিলেছিল স্টোকসের। কিন্তু স্টোকস যখন অবসর সময়ের পরিকল্পনা সাজাচ্ছিলেন, তাঁর জীবন নাড়িয়ে দিল পূর্বের একটি মর্মান্তিক ঘটনা।
৩১ বছর আগের একটি ঘটনা ফিরে এসেছে স্টোকসের জীবনে। সে সময় তিনি জন্মগ্রহণও করেননি। ১৯৮৮ সালের ঘটনা, স্টোকসের সৎ ভাই-বোনকে হত্যা করেছিলেন তাদেরই বাবা।

স্টোকস এই বিষয়ে কোনোদিন কথা না বললেও দা সান তাদের একটি প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। স্টোকসের জন্মের তিন বছর আগের এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে তারা।
স্টোকসের মা ডেব এবং তাঁর স্বামী রিচার্ড ডানের পরিবারে দুটি সন্তান ছিল (ট্রেসি, ৮ বছর এবং অ্যান্ড্রু, ৪ বছর)। ১৯৮৮ সালে স্টোকসের মায়ের সাবেক স্বামী রিচার্ড ডান নিজ হাতে তাঁর দুই সন্তানকে হত্যা করেন।
ডান এবং ডেবের বৈবাহিক জীবনে অনেক দ্বন্দ্ব ছিল, যে জন্য তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীতে ডান জানতে পারেন, ডেব নিউজিল্যান্ডের রাগবি কোচ জেরার্ড স্টোকসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
সে সময় এক সপ্তাহের জন্য দুই সন্তানকে নিজের কাছে রেখেছিলেন ডান। সে সময়ই তাদের হত্যা করেন বাবা ডান। এরপর ১৯৮৮ সালের এপ্রিলে আত্মহত্যা করেন তিনি।
এই ঘটনার আড়াই বছর পর ডেব এবং জেয়ার্ড স্টোকসের কোলজুড়ে আসেন বেন স্টোকস। এরপর ৪ বছর বয়সী স্টোকসকে নিয়ে ডেব নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ডে পাড়ি জমান।