নিজেকে সময় দিতে বিসিবির চাকরি ছেড়েছিঃ নাজমুল আবেদীন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নাজমুল আবেদীন ফাহিম। চলতি মাসের শুরুতে বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানতে পদত্যাগপত্র জমা দিয়েছেন ন্যাশনাল গেম ডেভেলপমেন্টের ম্যানেজার হিসেবে বিসিবি দীর্ঘদিন করা নাজমুল আবেদীন। আগামী ১ অক্টোবর শেষ হবে তাঁর বিসিবি অধ্যায়।
বাংলাদেশের অনেক ক্রিকেটারই বাজে সময়ে নাজমুল আবেদীনের শরণাপন্ন হন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম তাঁদের মধ্যে অন্যতম। তবে আপাতত সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন তিনি।

নিজেকে সময় দেয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশের স্বনামধন্য এই কোচ। ক্রিকফ্রেঞ্জিকে নাজমুল আবেদীন বলেছেন, ‘আসলে সিদ্ধান্তটা নেয়া ব্যক্তিগত কারণে, আর কিছু না। অনেকদিন কাজ করলাম তো, বিরতি নেয়ার সময় আসছে। নিজেকে সময় দেয়ার প্রয়োজন আছে, তাই এই সিদ্ধান্ত নেয়া।’
১৮ বছর ধরে বিসিবির বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদানও মনে রাখার মতো। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে বিসিবির বিভিন্ন পরিকল্পনার অংশ ছিলেন তিনি।
২০০৫ সালের অক্টোবরে বিসিবির সঙ্গে কাজ শুরু করেন নাজমুল আবেদীন। হাই পারফরম্যান্স ইউনিটের সিনিয়র কোচের দায়িত্ব নিয়ে বিসিবির সঙ্গে কাজের সূচনা হয় তাঁর। অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন বিকেএসপির সাবেক এই কোচ।
দীর্ঘদিন গেম ডেভেলপমেন্টের ম্যানেজারের দায়িত্ব পালন করা নাজমুল আবেদীনের কাজের পরিধি সীমিত করে দেয়া হয় ২০১৭ সালে। গত দুই বছর বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে নাজমুল আবেদীনের পদবি নির্দিষ্ট ছিল না। বিসিবি থেকে নিজেকে তাঁর গুটিয়ে নেয়ার সিদ্ধান্তের পেছনে এই বিষয়টিও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
এতো বছর ধরে দেশের ক্রিকেটের সঙ্গে থেকেও পরিচয়সংকটে দিন পার করছিলেন পৌঢ় এই কোচ, যা তাঁর জন্য হতাশারই। সেই হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন নাজমুল আবেদীন।