যুবরাজের পর দ্বিতীয় উদাহরণ হতে চান রুবেল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যান্সারকে হারিয়ে মৃত্যুমুখ থেকে ফিরে এসে যুবরাজ সিং। এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ভারতের এই অলরাউন্ডার। মরনব্যাধিকে পেছনে ফেলে ক্রিকেটে ফেরার আর বেশি উদাহরণ নেই। যুবরাজের পর দ্বিতীয় উদাহরণ তৈরি করতে চান মোশাররফ হোসেন।
বাংলাদেশের এই অলরাউন্ডার মস্তিষ্কের টিউমারে আক্রান্ত। সিঙ্গাপুরে নিয়মিতই চিকিৎসা নিচ্ছেন তিনি। সম্পূর্ণ চিকিৎসা শেষে আবারও ক্রিকেটে মনোযোগ দেয়ার ইচ্ছে পোষণ করেছেন রুবেল। ফিরে যুবরাজের পর দ্বিতীয় উদাহরণ হিসেবে নিজেকে দাঁড় করাতে চান তিনি।

এ প্রসঙ্গে রুবেল ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'যুবরাজ সিংতো প্রমাণ করেছে। আমি দ্বিতীয় উদাহরণ হবো আরকি, যদি প্রতিযোগীতামূলক ম্যাচ খেলতে পারি অথবা শুরু করি। আমার তো আরও ভয়ঙ্কর অবস্থা, ব্রেনের মধ্যে এটা হয়েছে। একটা উদাহরণ তৈরি করতে চাই। যতক্ষণ পর্যন্ত নিজেধাল ছেড়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত শেষ বলে কিছু নাই।'
মরনব্যাধি এই রোগের কাছে ক্রিকেট মাঠ কিছুই না বলে মনে করেন রুবেল। জীবন নিয়েই যুদ্ধ করছেন তিনি। এই যুদ্ধ জয় করেই নিজেকে প্রমাণ করতে চান বাংলাদেশের এই অলরাউন্ডার।
রুবেল বলেছেন, 'এটা উদাহরণ হয়ে থাকবে, যদি আমি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারি। আমি যে মন থেকে হেরে যাইনি। এতো বড় একটি যুদ্ধ করছি। ক্রিকেট মাঠতো কিছুই না এর কাছে। এর থেকে ফেরত এসেও খেলা যায়।'
এরইমধ্যে চিকিৎসার তিনটি ধাপ শেষ করেছেন ৫ ওয়ানডে ও ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রুবেল। ২২ গজের চ্যালেঞ্জ যেভাবে উতরে যান, ৩৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার চিকিৎসার বাকি ধাপগুলোও সেই ভাবে পেরিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেনতস