'অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি'

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মস্তিস্কের জটিল টিউমারে আক্রান্ত বাংলাদেশের অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। এই মরনব্যাধি কাটিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। চিকিৎসার তৃতীয় ধাপ শেষ করেছেন এই অলরাউন্ডার।
পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আরও তিনটি কেমোথেরাপি নিতে হবে তাঁকে। মাঠে ফেরার জন্য ফিটনেসের ওপর জোর দিচ্ছেন রুবেল। কদিন আগে জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েসকে বোলিং করছিলেন তিনি।

ইমরুল বলেছেন বেশ ভালোই বোলিং হচ্ছে তাঁর। এই বাঁহাতি ওপেনার খুনসুটি করে বলেছেন, অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিং তো জমা দেননি। মঙ্গলবার ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন রুবেল।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'ফিটনেসটার ওপর জোর দিতে হবে। আরগুলো তো রেডিমেট। আমি এখন যদি চোখ বন্ধ করে বল করি একই জায়গায় পড়বে। ওইদিন ইমরুল কায়েসকে বল করছিলাম। ও বলে, অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিংতো আর জমা দেননি। বললো ভালোই বোলিং হচ্ছে। এখন আমার ইস্যু ফিটনেস। আমি রিকভার করতে পারলে ম্যাচ খেলতে পারবো আরকি।'
গত মার্চে মরনব্যাধি এই অসুস্থতার কথা জানতে পারেন রুবেল।সেই সময় তাঁর পাশে দাঁড়ান জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরপর থেকেই সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি।