সাইফের নেতৃত্বে ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল (ইমার্জিং দল)। সেখানে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশের যুবারা।
আর আসন্ন সিরিজটিকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসানকে অধিনায়ক করে এই দল ঘোষণা করেন নির্বাচকরা।

যেখানে আছেন জাতীয় দলের হয়ে খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান এবং অলরাউন্ডার আরিফুল হক। এছাড়া জায়গা হয়েছে আল আমিন জুনিয়র, ইয়াসির আলি চৌধুরীদেরও।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সিরিজের সূচি। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে দুই দল। এরপর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর।
এর একদিন পর ২৩ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আর শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ তারিখ। পাঁচটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের লক্ষ্ণৌতে।
অনূর্ধ্ব-২৩ দলঃ সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, আল আমিন, জাকির হাসান, জাকের আলি, আরিফুল হক, তানভির হাসান, শেখ মেহেদি হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক এবং সাব্বির হোসেন।