ওয়াটসনের এজেন্টের প্রশ্ন, বিপিএল নিয়ে কী হচ্ছে?

ছবিঃ আইপিএল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে ভিড়িয়েছিল খুলনা টাইটান্স। কিন্তু বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি নবায়ন না করায় আগের কোনো চুক্তিই বৈধতা পায়নি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, ফ্র্যাঞ্চাইজি ছাড়াই এবারের আসর আয়োজন করবে তারা।


বিসিবির এমন সিদ্ধান্তে অন্যান্য দলের মতো বিপাকে পড়েছে খুলনা টাইটান্সও। বিপিএল নিয়ে অনিশ্চয়তায় আছেন ওয়াটসনও। এমনটাই জানিয়েছেন খুলনা টাইটান্সের স্বত্বাধিকারী কাজী এনাম আহমেদ। ওয়ানটসনের এজেন্ট ফোনে তাঁকে প্রশ্ন করেছেন বিপিএল নিয়ে কী হচ্ছে? ওয়াটসনের এজেন্টের দায়িত্ব পালন করেন তারই স্ত্রী লি ফুরলং।


promotional_ad

এ প্রসঙ্গে কাজী এনাম বলেছেন, ‘একজন শেন ওয়াটসন একজন ক্রিস গেইলের সঙ্গে চুক্তি করতে অনেক কষ্ট করতে হয়। ওয়াটসনের সঙ্গে চুক্তি করার আগে আমাদের ৬ মাস কাজ করতে হয়েছে। ওয়াটসনের ম্যানেজার তার স্ত্রী, তার ফোন থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, বিপিএল নিয়ে তোমাদের ওখানে কী হচ্ছে?’


ফ্র্যাঞ্চাইজি ছাড়া বিপিএল আয়োজনের সিদ্ধান্ত বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন খুলনা টাইটান্সের এই সত্ত্বাধিকারী। এই সিদ্ধান্তটি পুনরায় বিবেচনার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ করেছেন তিনি। কাজী এনামের ধারণা, বিসিবি নিজেরা বিপিএল আয়োজন করলেও দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়ে আসবে।


‘বিপিএলের গায়ে যেন এমন সব আচড় না লাগে। আমি বিসিবিকে আবার অনুরোধ করব, আমাদের বোর্ড সভাপতি কিন্তু বলেছে, আমাদের বিপিএল এবার করতেই হবে। এখানে ব্রডকাস্ট থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদের সাইনিংয়ের অনেক ব্যাপার জড়িত। আমি নিশ্চিত বিসিবি নিজেরা বিপিএল চালালেও চুক্তিতে থাকা বিদেশি ক্রিকেটারদের নিয়ে আসবে।’


২০১৭ বিপিএলে খেলার জন্য ঢাকা ডায়নামাইটসের সঙ্গে চুক্তি করেছিলেন ওয়াটসন। কিন্তু সেবার চোটের কারণে মাঠে নামা হয়নি তাঁর। সূচি অনুসারে বিপিএলের পরবর্তী আসর শুরু হবে আগামী ৬ ডিসেম্বর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball