ক্ষমা পেলেন কার্তিক

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) না জানিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দেখতে গিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
এই ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিসিআই। বোর্ডের নোটিশ পাওয়ার পর ক্ষমাপ্রার্থনা করে উত্তর দেন কার্তিক। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের জবাবে সন্তুষ্ট হয়ে বিসিসিআই তাঁকে ক্ষমা করে দিয়েছে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই দীনেশ কার্তিককে ক্ষমা করে দিয়েছে এবং যাই হোক এই অধ্যায় শেষ।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে বসে খেলা দেখতে গিয়েছিল কার্তিককে। তাঁর গায়ে ছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি। এই বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিসিআই।
নিয়ম অনুযায়ী, ভারতীয় বোর্ড পরিচালিত আইপিএল বাদে বিদেশের কোনো টি-টোয়েন্টি লিগে খেলা তো দূরে থাক, প্রচারণাতেও অংশ নিতে পারবেন না বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।
এ কারণেই অবসর নেয়ার আগে ভারতের ক্রিকেটাররা বিদেশের টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্তিক জানিয়েছেন, নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককালামের অনুরোধেই সিপিএল দেখতে গিয়েছিলেন তিনি।