রুটের হয়ে ব্যাট ধরেছেন স্টোকস

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে জো রুট শতভাগ সফল, এমনটা মনে করছেন বেন স্টোকস। রুটকেই অধিনায়ক হিসেবে দেখতে চান ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।
অ্যাশেজের শিরোপা ছিনিয়ে নিতে না পারলেও লন্ডন টেস্টে জিতে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে ইংল্যান্ড। তবে সিরিজ চলাকালীন সমালোচনা হয়েছে রুটের অধিনায়কত্ব নিয়ে। অ্যাশেজে অনবদ্য পারফর্ম করা স্টোকস অবশ্য অধিনায়ককে পূর্ণ সমর্থন দিচ্ছন।
সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শেষে স্টোকস বলেন, ‘ইংল্যান্ডকে এগিয়ে নেয়ার জন্য রুট শতভাগ যোগ্য ব্যক্তি। আমরা ম্যানচেষ্টারে ভালো খেলিনি, কিন্তু লন্ডনে আমাদের ভালো সময় গিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও আমরা পেয়েছি।’
এজবাস্টন টেস্ট জেতে অস্ট্রেলিয়া। এরপর লর্ডস টেস্ট ড্র হয়। তারপর হেডিংলি টেস্ট জিতে ১-১ সমতা আনে ইংল্যান্ড। ম্যানচেষ্টারে সিরিজের চতুর্থ টেস্টে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বশেষ লন্ডন টেস্টে হারে অজিরা।
যদিও আগের অ্যাশেজ জেতায় আর এবারের সিরিজ ড্র হওয়ায় শিরোপা নিজেদের কাছেই রাখছে অস্ট্রেলিয়া। তবে বারবার সিরিজে ফেরায় পুরো দলকে কৃতিত্ব দিচ্ছেন রুট।
ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক বলেন, ‘টস হেরেও আমরা এই টেস্ট যেভাবে খেলেছি, সেটা অসাধারণ। দলগতভাবে আমরা প্রতি ম্যাচেই ভালো খেলেছি। আমরা সব সময় সেরাটা দিতে পারিনি। তবে আমরা লড়াই করেছি। পুরো দলকে কৃতিত্ব দিতেই হবে।’
