অক্ষত রইলো কামিন্স-স্মিথের রাজত্ব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অসাধারণ টেস্ট সিরিজ পার করেছেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্টিভ স্মিথ এবং প্যাট কামিন্স। চোখ ধাঁধানো পারফরম্যান্সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন এই দুই অজি তারকা।
৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের টেস্ট র্যাঙ্কিংয়ের সবার উপরে রয়েছেন ডানহাতি ব্যাটসম্যান স্মিথ। অ্যাশেজে ৭ ইনিংসে ৩ সেঞ্চুরি এবং ৩ হাফ সেঞ্চুরিতে ৭৭৪ রান নিয়েছেন সাবেক এই অজি অধিনায়ক।
এক বছরের নির্বাসন শেষে অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট ফরম্যাটে ফেরেন স্মিথ। সিরিজের দ্বিতীয় টেস্টেই র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যান এই ডানহাতি। নতুন র্যাঙ্কিংয়ে স্মিথের চেয়ে ৩৪ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছেন কোহলি।

তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (৮৭৮ রেটিং পয়েন্ট)। যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন ভারতের চেতেশ্বর পূজারা (৮২৫ রেটিং পয়েন্ট) এবং নিউজিল্যান্ডের হেনরি নিকোলস (৭৪৯ রেটিং পয়েন্ট)।
র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই অ্যাশেজ শুরু করেছিলেন অজি ডানহাতি পেসার প্যাট কামিন্স। পাঁচ ম্যাচের এই সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। ১৯.৬২ গড়ে ২৯ উইকেট নিয়েছেন কামিন্স।
৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন অজি এই পেসার। ৮৫১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং ৮৩৫ রেটিং পয়েন্ট তৃতীয় স্থানে আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় চতুর্থ স্থানে আছেন। পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ভেরনন ফিল্যান্ডার, তাঁর রেটিং পয়েন্ট ৮১৩।