promotional_ad

অ্যাশেজের সেরা একাদশে কারা আছেন

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজের সেরা একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ডের জনপ্রিয় পোর্টাল মেট্রোডটইউকে। এই একাদশে অস্ট্রেলিয়ার ক্রিকেটার আছেন পাঁচজন এবং ইংল্যান্ডের ক্রিকেটার আছেন ছয়জন।


শুধু একাদশ নয়, মেট্রোর প্রতিবেদনে এবারের অ্যাশেজের সেরা ক্রিকেটার, সবচেয়ে ব্যর্থ ক্রিকেটার, সবচেয়ে বিস্ময়কর ক্রিকেটার এবং সেরা ইনিংসগুলো নির্বাচিত করা হয়েছে।

অ্যাশেজে তিনটি সেঞ্চুরি (এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি) ও তিনটি হাফ সেঞ্চুরিসহ  ৭৭৪ রান করেছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার ডানহাতি এই ব্যাটসম্যানকে অ্যাশেজের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়েছে।

১০ ইনিংসে মাত্র ৯৫ রান করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এরমধ্যে তিনটি ইনিংসে ডাক এবং পাঁচটি ইনিংসে এক অঙ্কের রান করেন তিনি। মেট্রোর চোখে তাই সবচেয়ে ব্যর্থ ক্রিকেটার ওয়ার্নার। একইসঙ্গে এবারের অ্যাশেজের বিস্ময়কর ক্রিকেটার হিসেবে ধরা হয়েছে মার্নাস ল্যাবুশেনকে।

হেডিংলি টেস্টে ১৩৫* রানের অবিস্মরণীয় ইনিংস খেলে দল জেতান বেন স্টোকস। ইংলিশ এই অলরাউন্ডারের ইনিংসটিকে অ্যাশেজের সেরা ইনিংস হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই ম্যাচ জেতার পর অভিনব কায়দায় উল্লাস করেন স্টোকস। মুহূর্তটিকে অ্যাশেজের সেরা মুহূর্ত বলা হয়েছে।

ওল্ড ট্র্যাফোর্ডে অজি পেসার প্যাট কামিন্স ৪৩ রান খরচায় চার উইকেট নিয়েছেন। বল হাতে আগুন ঝরিয়ে ওই টেস্টে অস্ট্রেলিয়াকে টেস্ট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কামিন্স। এই বোলিং ফিগারকে অ্যাশেজের সেরা বলে বিবেচনা করা হয়েছে।

এ ছাড়া স্মিথের লুফে নেয়া সেই অসাধারণ ক্যাচটিকে সেরা বিবেচনা করা হয়েছে। সর্বশেষ ওভাল টেস্টে ছয়টি ক্যাচ নিয়েছেন স্মিথ। শেষ ক্যাচটি নিয়েছেন ক্রিস ওকসকে ফেরানোর সময়।  

মেট্রোডটইউকে প্রকাশিত অ্যাশেজের সেরা একাদশঃ- ররি বার্নস, জো ডেনলি, জো রুট, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন, বেন স্টোকস, টিম পেইন, প্যাট কামিন্স, জফরা আর্চার, জশ হ্যাজেলউড ও স্টুয়ার্ট ব্রড।  



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball