সাকিবের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন নাঈ??

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ।
জাতীয় দলে ডাক পেয়ে নাঈম জানিয়েছেন, সাকিব আল হাসানের অধীনে খেলতে মুখিয়ে আছেন তিনি। এখন ব্যাট হাতে শতভাগ দেয়ার লক্ষ্য তাঁর। সাকিবের অধীনে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিবের অধীনে খেলেছেন তিনি।

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে নাঈম বলেছেন, ‘সাকিব ভাইয়ের অধীনে খেলতে আমরা খুব ভালো লাগে। সুযোগ পেলে ইনশা আল্লাহ শতভাগ দেয়ার চেষ্টা করব। চেষ্টা করা ছাড়া আর কিছু করার নাই। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সাকিব ভাইয়ের অধীনে খেলে আমার খুব বেশি ভালো লাগে। ওনার সঙ্গে খেলেছি, তাই ওনার সব কিছুই আমার ভালো লাগে।’
কদিন আগেই বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে খেলেছেন নাঈম। যদিও সিরিজটি ভালো যায়নি তাঁর। এর আগে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক ম্যাচে ১২৬ এবং আরেকটিতে ৪৯ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
আফগানদের বিপক্ষে ৪ ম্যাচ খেলে ১৭৮ রান করেন নাঈম। সিরিজের চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। একই সিরিজে দুর্দান্ত খেলে বাংলাদেশ দলে ফিরেছেন আফিফ হোসেন। আফগানদের বিপক্ষে ৫ ম্যাচ ১৮৭ রান করে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন আফিফ।
নাঈম জানিয়েছেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল থেকেই আফিফের সঙ্গে তাঁর বন্ধুত্ব। তাই আফিফের সঙ্গে খেলতেও মুখিয়ে আছেন তিনি।
নাঈম বলেছেন, ‘আমরা ১৯ থেকে একসাথে খেলি। বন্ধুর মতো ছিলাম। সম্পর্ক খুবই ভালো আমাদের দুইজনের মধ্যে। কম্বিনেশনও খুব ভালো। রুমেও আমরা সব সময় একসঙ্গে থাকি। ওইদিক থেকে চিন্তা করলেও বেশ ভালো লাগছে।’