ইংল্যান্ডের সঙ্গে নিশামের রসিকতা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
২-২ সমতায় শেষ হয়েছে অ্যাশেজ সিরিজ। যদিও আগেরবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়াই পেয়েছে শিরোপা। তবুও ইংলিশ সাবেক ক্রিকেটারদের যেন থামানোই যাচ্ছে না। বরাবরই নিজেদের জয়ে অতি উল্লাস করা ইংল্যান্ডের সাবেকদের সঙ্গে রসিকতা করলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।
টুইটারে নিশাম লেখেন, 'ইংল্যান্ড অ্যাশেজ সিরিজ ড্র করেছে, এজন্য অনেকেই টুইট করেছে। প্রতিটি টুইটের জন্যই ধন্যবাদ। অবশ্য অ্যাশেজ ড্র করেও তারা হেরেছে। তাই টুইটগুলো ছিল অনেক আনন্দদায়ক। আর কেউ টুইট করবেন না দয়া করে।'

কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপেও সাবেক ইংলিশ ক্রিকেটারদের করা টুইট আলোচনার কেন্দ্রে ছিল। ঘরের মাটিতে ইংল্যান্ড বিশ্বকাপ জেতায় সেই দেশের মিডিয়া ও সাবেক ক্রিকেটারদের করা টুইটে মুখরিত ছিল ক্রীড়াঙ্গন। এসবে বিরক্ত হয়েই এমন টুইট করেছেন নিশাম।
অ্যাশেজ সিরিজে বার্মিংহাম টেস্ট জেতে অস্ট্রেলিয়া। এরপর লর্ডস টেস্ট ড্র হয়। তারপর হেডিংলি টেস্ট জিতে ১-১ সমতা আনে ইংল্যান্ড। ম্যানচেষ্টারে সিরিজের চতুর্থ টেস্টে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর সর্বশেষ ওভাল টেস্টে আবারো হারে টিম পেইনের দল। যদিও শিরোপা নিজেদের কাছেই রাখছে পেইনবাহিনী।
ওভালে, সর্বশেষ টেস্টে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড ৩৯৯ রানের লক্ষ্য দাঁড় করায়। শেষ দুই দিনে এই রেকর্ড তাড়া করে জিততে রেকর্ড গড়তে হতো অস্ট্রেলিয়াকে। কিন্তু ম্যাথু ওয়েডের সেঞ্চুরির পরেও তা পারেনি অস্ট্রেলিয়া। অলআউট হয়েছে ২৬৩ রানে। ম্যাচ হেরেছে ১৩৫ রানের বিশাল ব্যবধানে।
প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯৪ রান। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ২২৫ রান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করে ৩২৯ রান।