অপরাজেয় থাকতে চায় আফগানিস্তান

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ সফরে অপরাজিত থাকাই আফগানিস্তানের মূল লক্ষ্য। দুবাইয়ে অনুশীলন ক্যাম্পেই এই পণ করেছিল আফগানরা, জানিয়েছেন দলটির তরুণ স্পিনার মুজিবুর রহমান।
নিজেদের লক্ষ্যের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে রশিদ খানের দল। বাংলাদেশ সফরে খেলা একটি ম্যাচও এখন পর্যন্ত হারেনি আফগানিস্তান। স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলা দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে আফগানরা।

রবিবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করা মুজিব বলেন, 'অনুশীলন ক্যাম্পে আমাদের একটাই লক্ষ্য ছিল, অপরাজিত থেকে সফরটি শেষ করা। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ভালো দল। কিন্তু আমরা খেলাটা উপভোগ করি এবং একে অন্যকে সহায়তা করি। এই উদ্দীপনাই আমাদের জয়ের কাছে নিয়ে যায়।'
একমাত্র টেস্টে বাংলাদেশকে ২২৪ রানে হারায় আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ রানের জয় তুলে নেয় মোহাম্মদ নবি, আজগর আফগানরা।
দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়েছেন ২৫ রানে। জয়ের ধারা বজায় রেখেছে সফরকারী দলটি। গ্রুপের পর্বের বাকি দুই ম্যাচ এবং ফাইনালও জিততে চায় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা আফগানিস্তান।