অ্যাশেজ সিরিজ সমতায় শেষ করল ইংল্যান্ড

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষে ২-২ ব্যবধানে সমতায় শেষ হল অ্যাশেজ সিরিজ। এ নিয়ে মাত্র ছয়টি অ্যাশেজ সিরিজ সমতায় শেষ হয়েছে । অবশ্য আগেরবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়াই পেয়েছে শিরোপা।
ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড ৩৯৯ রানের লক্ষ্য দাঁড় করায়। শেষ দুই দিনে এই রেকর্ড তাড়া করে জিততে রেকর্ড গড়তে হতো অস্ট্রেলিয়াকে। কিন্তু ম্যাথু ওয়েডের সেঞ্চুরির পরেও তা পারেনি অস্ট্রেলিয়া। অলআউট হয়েছে ২৬৩ রানে। ম্যাচ হেরেছে ১৩৫ রানের বিশাল ব্যবধানে।

ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ নিয়েছেন চারটি করে উইকেট। বাকি দুইটি উইকেট নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট।
এ দিন ৮৫ রান তুলতেই চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস ৯, ডেভিড ওয়ার্নার ১১, মারনাস ল্যাবুশানে ১৪ রান করে ফেরেন। আসরে অসাধারণ ফর্মে থাকা স্টিভ স্মিথ করেছেন মাত্র ২৩ রান।
তারপর ম্যাথু ওয়েডের প্রচেষ্টা থাকলেও উপযুক্ত সঙ্গী পাননি তিনি। ১১৭ রান করা ওয়েডকে ফেরান রুট। মিচেল মার্শ ২৪, অধিনায়ক টিম পেইন ২১ এবং পিটার সিডল করেন ১৩* রান।
আগের দিন আট উইকেটে ৩১৩ রানে দিন শেষ করা ইংল্যান্ড এ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে থেমেছে ৩২৯ রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯৪ রান। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ২২৫ রান।
পুরো আসরে অসাধারণ পারফর্ম করে যৌথভাবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ইংল্যান্ডের বেন স্টোকস।