promotional_ad

টি-টোয়েন্টিতে নো বল বড় অপরাধঃ সাকিব

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


একে তো নো বল, তার ওপর উইকেটের সুযোগ হাতছাড়া! আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে এই ভুলের কারণেই হেরেছে বাংলাদেশ, মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ম্যাচে 'নো বল' করাকে বড় অপরাধ বলেও আখ্যা দিয়েছেন তিনি।


ইনিংসের শুরুতেই দুর্দান্ত বোলিং করে আফগানদের চেপে ধরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, সাকিবরা। পাওয়ার প্লে'র ছয় ওভারে আফগানদের ৪০ রানে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। কিন্তু বাংলাদেশের এই ভালো শুরুর পথে বাধা হয়ে দাঁড়ান আফগান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান আজগর আফগান এবং মোহাম্মদ নবি।


দারুণ ব্যাটিংশৈলী দেখিয়ে জুটি বড় করার পণ করেন এই দুই ব্যাটসম্যান। যখন তাঁদের দুইজনের জুটি পঞ্চাশ ছাড়ায় তখন সুযোগ পায় বাংলাদেশ। ৫৩ রানের জুটি ভাঙতে ১৫তম ওভারে বোলিং করতে আসা তাইজুল ইসলামের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন ৩১ বলে ৩২ রান করা আজগর।



promotional_ad

পরবর্তীতে নো বল যাচাই করা হলে দেখা যায় দাগের বাইরে তাইজুল পা। নো বল ঘোষণা করেন আম্পায়ার, জীবন পান আজগর। যদিও ৩৭ বলে ৪০ রান করে ফিরেছেন আজগর কিন্তু ওই মুহূর্তে সুযোগ হাতছাড়ার মাশুল দিয়েছে বাংলাদেশ, মনে করেছেন সাকিব।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমার কাছে মনে হয় না যে খুব একটা খারাপ বোলিং করেছি গত ম্যাচে এবং এই ম্যাচে। আপনি যদি অতিরিক্ত রানটা ফেলে দেন। এরপর নো বল, যেটা টি-টোয়েন্টি ম্যাচে খুব বড় অপরাধ। আবার সেটাতে যদি উইকেটের সুযোগ হাতছাড়া হয়। এই ভুলগুলো আসলে গ্রহণযোগ্য না।'


'তাই এই ভুলগুলো যদি না করতাম তাহলে বোলিংয়ের কোনো দোষই থাকতো না। ওরা যদি ভালো ব্যাটিংও করত তাহলে ১৩৫ রানে থেমে যেত, কিন্তু সেখানে ১৬৪ রান করেছে ওরা। ভুলের কারণে যে ২৫-৩০ রান দিয়েছি, আসলে হারের সবচেয়ে বড় কারণ এটাই।' যোগ করেন সাকিব।


শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ১৬৪ রানের বিশাল পুঁজি দাঁড় করা আফগানিস্তান। সেখানে ৫৪ বলে ৮৪ রানের অপরাজেয় ইনিংস খেলা নবির অবদানই ছিল বেশি। কিন্তু ম্যাচের মোড় সেই নো বলেই ঘুরে গিয়েছে বলে ধারণা সাকিবের।



১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১ বল বাকি থাকতে ১৩৯ রান অলআউট হয়েছে সাকিবের দল। ২৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball