আফগানিস্তান-বাংলাদেশের পার্থক্য জানেন না সাকিব!

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ২০ বছর ধরে। সেখানে আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পেয়েছে মাত্র দুই বছর আগে। আর এই আফগানদের বিপক্ষে কয়েকদিন আগে টেস্টে হেরেছে সাকিব আল হাসানের দল।
পরাজয়ের এই ধারাবাহিকতা দেখা গেল চলমান ত্রিদেশীয় সিরিজেও। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রশিদ খানের দলের বিপক্ষে ২৫ রানে হেরেছে সাকিববাহিনী। এই নিয়ে টানা ৪ টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে হারের স্বাদ পেল টাইগার।
এই জয়ে টানা ১২টি ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার পাশে নাম লিখিয়েছে আফগানরা। অথচ এই ফরম্যাটে আফগানদের যাত্রা শুরু হয়েছে বেশীদিন হয়নি। এতো অল্প সময়ে ক্রিকেটে অনেক দূর এগিয়ে গিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। বাংলাদেশ তাদের থেকে অনেক আগে খেলা শুরু করেও তাদের মতো দ্রুত উন্নতি করতে পারেনি।

আর দুই দলের মধ্যে পার্থক্য কোথায় এই প্রশ্নের উত্তর জানেন না অধিনায়ক সাকিব আল হাসানও। সংবাদ সম্মেলনে আসা এই অধিনায়ক এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন 'জানি না' উত্তরে।
এদিকে সাকিব মনে করেন, ম্যাচের অর্ধেক পথ পর্যন্ত রশিদ খানদের চাপে রেখেছিল বাংলাদেশ। সেখান থেকে ১৩৫'র বেশী করার কথা ছিল না তাদের। কিন্তু তাইজুল ইসলামের এক নো বলেই সব ওলট পালট হয়ে গিয়েছে তাদের।
সাকিব আরও বলেন, 'হাফ ওয়েতে ওরা যে অবস্থায় ছিল কখনো এটি মনে হয়নি যে ওরা মানে খুব যদি ভালো ব্যাটিং করে তাহলে ১৩৫ প্লাস করা উচিত ছিল। কারণ ওদের খুব বেশি আর ব্যাটসম্যানও ছিল না।
শেষ দুটি ব্যাটসম্যানই খেলছিল। এখানে আমরা উইকেট নিতে ব্যর্থ হয়েছি এবং ওদেরকে সেই সুযোগটি করে দিয়েছি আসলে ম্যাচে ফেরার।'