ম্যাচের মোড় কোথায় ঘুরেছে, জানালেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শুরুতে আফগানিস্তানের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। পরবর্তীতে মোহাম্মদ নবি এবং আজগর আফগনের জুটির কাছে ভালো সূচনার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের দল।
যদিও ইনিংসের ১৫তম ওভারে সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। কিন্তু তাইজুল ইসলামের নো বলের কারণে জীবন পেয়ে বসেন আজগর আফগান। আর এই নো বলই কাল হয়ে দাঁড়ায় টাইগারদের জন্য।

সেই ওভারে এই দুজন মিলে নেন ১৬ রান। এখান থেকেই ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুড়িয়ে দেয় রশিদ খানের দল। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও এই ওভারকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মানছেন।
সংবাদ সম্মেলনে এসে স্বীকার করলেন, তাইজুলের এক নো বলেই ঘুরে গিয়েছে ম্যাচের ভাগ্য। এসব ভুল থেকেই শিক্ষা নিতে হবে টাইগারদের। তবে অধিনায়কের বিশ্বাস, উন্নতি থেকে বেশী দূরে নেই তার দল।
সাকিব বলেন, 'আমরা ১৫-১৬ রান বাড়তি দিয়েছি। এই রানগুলো বাদ দিলে, যে সুযোগগুলো আমরা নিতে পারিনি, তাইজুলের যে ওভারে রানগুলো এলো ওই ওভারে হয়তো ৫-৬ রান যেতো এবঙ্গ একটা উইকেট যেত। মমেন্টাম আমাদের হাতে থাকতো।
সেখানে ওই ওভার শেষে ১৭ রান গিয়েছে। এই জায়গাগুলো ম্যাচের টার্নিং পয়েন্ট থাকে। এসব জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে। আমি মনে করি না যে উন্নতি থেকে দূরে আছি। এতো কিছুর পরও দেখেন মাত্র ২৫রানে হেরেছি।'