আঘাত পেয়েও মাঠ ছাড়লেন না সাব্বির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করে মোহাম্মদ নবির ৮৪ রানের ইনিংসের ওপর ভর করে ১৬৪ রানের পুঁজি পায় রশিদ খানের দল। জয়ের লক্ষ্যে বর্তমানে ব্যাটিং করছে বাংলাদেশ।
সাব্বিরের আঘাতঃ ৪ উইকেট হারানোর পর দলের বিপর্যয় সামাল দিতে ক্রিজে নেমেছিলেন সাব্বির রহমান। কিন্তু ইনিংসের অষ্টম ওভারে করিম জানাতের বল স্কুপ করতে গিয়ে বুকে আঘাত পান এই ব্যাটসম্যান। বলটি ব্যাটের কানায় লেগে সোজা গিয়ে আঘাত করে তার বুকে। সঙ্গে সঙ্গে মাটিতে নুইয়ে পড়েন তিনি। এরপর ফিজিও এনে চিকিৎসা নিয়ে আবারও ব্যাটিং শুরু করেন সাব্বির।
একই পথের পথিক সাকিব-সৌম্যঃ দলকে বিপদমুক্ত করতে পারেননি সাকিব আল হাসান। মুজিব উর রহমানের বলে ১৫ রান করে রশিদ খানকে ক্যাচ তুলে দেন তিনি। এরপরের বলে সৌম্য সরকারকে লেগ বিফরের ফাঁদে ফেলেন এই স্পিনার।

ওপেনিংয়ে ব্যর্থ মুশফিকওঃ লিটন দাস বিদায় নেয়ার পর সাকিব আল হাসানকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিমও। ৫ রান করে ফরিদ মালিকের বলে বোল্ড হয়ে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার বিদায়ে ক্রিজে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম বলেই ফিরলেন লিটনঃ আফগানিস্তান স্পিনারদের কথা মাথায় রেখে ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ওপেন করতে নামেন মুশফিকুর রহিম।
তার সঙ্গী হিসেবে অপরপ্রান্তে দেখা যায় লিটন দাসকে। কিন্তু মুজিব উর রহমানের প্রথম বলেই উইকেট ছুড়ে দেন লিটন। তার বিদায়ের পর ক্রিজে নেমেছেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ১৬৪/৬ (২০ ওভার) (নবি ৮৪) (সাইফউদ্দিন ৩৩/৪)
বাংলাদেশঃ ৭৪/৪ (১১ ওভার)