পরামর্শক থেকে ব্যাটিং কোচ হচ্ছেন ম্যাকেঞ্জি?

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডন্ট ||
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে বর্তমানে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন নেইল ম্যাকেঞ্জি। কিন্তু বিসিবি চাইছে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারকে পূর্ণ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে।
২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয় ম্যাকেঞ্জিকে। এর চারদিন পরই দলের সঙ্গে ওয়েস্ট উইন্ডিজ সফরে গায়ানাতে যোগ দেন তিনি।

চুক্তি অনুযায়ী এ বছরের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে কাজ করার কথা ছিল সাবেক প্রোটিয়া এই ওপেনারের। কিন্তু কাজে সন্তুষ্ট থাকায় বিশ্বকাপের পরও তাঁকে এই দায়িত্বে রেখে দেয় বোর্ড।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা চেষ্টা করছি ম্যাকেঞ্জিকে আমাদের পূর্ণ মেয়াদি ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে। আমরা আশাবাদী যে, সে এই বিষয়টিতে সম্মতি জানাবে। যদি সেটা না হয়, তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে।’
ম্যাকেঞ্জি থেকে গেলেও বিশ্বকাপের হতাশাজনক পারফর্মেন্সের কারণে স্পিন বোলিং কোচ সুনিল যোশি, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে আর সম্পর্ক বাড়ায়নি বিসিবি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট, ৬৪টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যাকেঞ্জি। ক্রিকেট থেকে অবসরের পর দুবার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।