আসা যাওয়ার মাঝে আফগানিস্তানের ব্যাটসম্যানরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে রশিদ খানের দল।
সাইফউদ্দিনের দ্বিতীয়ঃ প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নেয়ার পর ইনিংসের তৃতীয় ওভারে ফের আঘাত হেনেছেন সাইফউদ্দিন। ডানহাতি এই পেসারের বাউন্সারে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজিব তারাকাই।

সাকিবের প্রথমঃ সাইফউদ্দিনের পর নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে ১ রানে বিদায় করেন তিনি। মিড উইকেটে লিটন দাসের হাতে তালুনবন্দি হন আফগান এই বিধ্বংসী ওপেনার।
প্রথম বলেই সাইফউদ্দিনের আঘাতঃ টসে হেরে বোলিং করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের প্রথম বলে আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন এই ব্যাটসম্যান।
আফগানিস্তানঃ ৩/১৯ (৩ ওভার)