ভারত মানেই মনস্তাত্ত্বিক বাধা, যুবাদের স্বীকারোক্তি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব-১৯ এবং যুব দল মিলিয়ে এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। তিনবারই হেরেছে তারা। ভারতের বিপক্ষে খেলা হলেই যেন মনস্তাত্ত্বিক চাপে পড়ে যায় ক্রিকেটাররা। এবার সেই কথা স্বীকার করে নিলেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং অলরাউন্ডার শামিম পাটোয়ারি এবং উইকেটরক্ষক পারভেজ হোসেন ইমন।
এশিয়া কাপ শেষ করে শ্রীলঙ্কা থেকে ফিরে গণমাধ্যমকে শামিম বলেন, 'প্রতিবারই এমন হয়, যে ইন্ডিয়ার কাছে আমরা জেতা ম্যাচগুলো হেরে যাই। এটা আসলেই অনেক লজ্জার বিষয়। বারবারই জেতা ম্যাচগুলো হারছি আমরা। হয়তো মনস্তাত্ত্বিকভাবে কিছু একটা কাজ করে ঐ সময়।'

২০১৬ এশিয়া কাপ (টি-টোয়েন্টি ফরম্যাট) ফাইনাল খেলে বাংলাদেশ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলা ফাইনাল ম্যাচটিতে আট উইকেটে হারতে হয় স্বাগতিকদের। শিরোপা ঘরে তোলার সুযোগ ভেস্তে যায় বাংলাদেশের।
২০১৮ এশিয়া কাপ (ওয়ানডে ফরম্যাট) ফাইনালেও ভারতের বিপক্ষেই হেরেছে বাংলাদেশ। টান টান উত্তেজনার ম্যাচে তিন উইকেটের পরাজয় মেনে নিতে হয়েছে তাদের।
জাতীয় দলের মতো অনূর্ধ্ব-১৯ দলও হারছে ভারতের কাছে। এবারের যুব এশিয়া কাপের ফাইনালে শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে ভারতকে মাত্র ১০৬ রানে থামিয়ে দেয় বাংলাদেশ যুবারা। কিন্তু স্বল্প এই লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশের যুবারা।
কিছুদিন আগে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও ভারতের কাছে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশের যুবারা। সব মিলিয়ে এটাকে মনস্তাত্ত্বিক চাপ হিসেবে স্বীকার করে নিচ্ছেন দলের উইকেটরক্ষক পারভেজ হোসেন ইমনও। এই চাপ থেকে নিজেদের প্রচেষ্টায়ই বের হতে হবে তাদের, স্বীকার করেছেন তিনি।
ইমনের ভাষায়, 'এখান থেকেই আমাদের বের হতে হবে অবশ্যই। এখান থেকে আমাদের নিজেদেরকেই বের হতে হবে।'