কুক, শচিনের পর রুট

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাসের তৃতীয় কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের সাদা পোশাকের ক্রিকেটের অধিনায়ক জো রুট।
এই তালিকায় রুটের আগে আছেন কেবল দুজন। স্বদেশী স্যার অ্যালিস্টার কুক এবং ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। সাবেক ইংলিশ অধিনায়ক কুক টেস্টে সাত হাজার রান যখন স্পর্শ করেন তখন তাঁর বয়স ছিল ২৭ বছর ৩৪৬ দিন।

এ ছাড়া একশ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার এই মাইলফলক যখন স্পর্শ করেন তখন তাঁর বয়স ছিল ২৮ বছর ১৯৩ দিন। এবার এই তালিকায় রুটের নামও যুক্ত হল। তিনি যখন সাত হাজার রান স্পর্শ করেছেন, তখন তাঁর বয়স ২৮ বছর ২৫৬ দিন।
চলমান ওভাল টেস্টে এই মাইলফলকে পা রাখেন ডানহাতি ব্যাটসম্যান রুট। টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেছেন ৮৬ টি ম্যাচ (১৫৮ ইনিংস)।
ইংল্যান্ডের ইতিহাসের ১২তম ক্রিকেটার হিসেবে সাত হাজার রান করতে পেরেছেন রুট। এর মধ্যে ওয়ালি হ্যামন্ড, কেভিন পিটারসেন এবং স্যার অ্যালিস্টার কুকই কেবল রুটের চাইতে কম ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়েছেন।