'অ্যাশেজ ধরে রাখার নেপথ্যে একা নন স্মিথ'

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি অ্যাশেজ সিরিজে অসাধারণ পারফর্ম করছেন স্টিভ স্মিথ। যদিও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, স্মিথই দুই দলের পার্থক্য নন।
পন্টিংয়ের মতে, দলীয় প্রচেষ্টায় এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। সম্প্রতি ক্রিকেট ডট কম অস্ট্রেলিয়াকে পন্টিং বলেছেন, 'আমি কয়েক সপ্তাহ ধরেই শুনছি, মানুষ বলছে স্মিথই দুই দলের একমাত্র পার্থক্য। কিন্তু আমার কাছে মনে হয় না সে একমাত্র পার্থক্য।'

যদিও পন্টিং কথা অনেকাংশেই ভুল প্রমাণ করছে স্মিথের পারফরম্যান্স। এবারের অ্যাশেজে এখন পর্যন্ত ছয় ইনিংসে ৭৫১ রান করেছেন ডানহাতি ব্যাটসম্যান স্মিথ।
অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটসম্যানের মোট রানের ৪১ শতাংশই এসেছে স্মিথের ব্যাটে। এখন পর্যন্ত ৩০ বছর বয়সী স্মিথের ইনিংসগুলো হচ্ছে ১৪৪, ১৪২, ৯২, ২১১, ৮২ এবং ৮০ রানের।
আগের চার ম্যাচের দুটিতে জিতে ইতোমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। চলতি ওভাল টেস্ট হারলেও আগের অ্যাশেজ জেতায় এবারের শিরোপা থাকছে অস্ট্রেলিয়ার কাছে।