ওয়ার্নার দলের অপরিহার্য সদস্যঃ পন্টিং

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান অ্যাশেজে খুবই বাজে সময় পার করছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। যদিও ওয়ার্নারের ফর্মে একটুও চিন্তিত নন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।
তাঁর মতে, যতোই খারাপ খেলুক ওয়ার্নার। দলের অপরিহার্য ক্রিকেটার হিসেবেই খেলবেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন পন্টিং।

পন্টিং বলেন, 'ওয়ার্নার যদি ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হয় তাহলেও আমি কিছু মনে করব না। কেননা ওয়ার্নার অস্ট্রেলিয়ার গ্রীষ্মের সেরা খেলোয়াড়দের একজন। সে দলের অপরিহার্য সদস্য।'
ওয়ার্নার প্রথম টেস্টে আউট হন ২ ও ৮ রানে, দ্বিতীয় টেস্টে ৩ ও ৫ রানে, তৃতীয় টেস্টে ৬১ ও ০ রানে, চতুর্থ টেস্টের দুই ইনিংসেই শুন্য রানে আউট হন ওয়ার্নার। পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে করেছেন মাত্র ৫ রান।
ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের বলেই ছয়বার আউট হয়েছেন অজি বাঁহাতি এই ওপেনার। বাকি তিনবার আউট হয়েছেন জফরা আর্চারের বলে। তিনিই বিশ্বের প্রথম ওপেনার যিনি কোনো টেস্ট সিরিজে আটবার এক অংকের ঘর পার করতে ব্যর্থ হলেন।
সব মিলিয়ে এই সিরিজে এখনও পর্যন্ত ৮৪ রান করেছেন ওয়ার্নার। তবে তাঁর ফর্ম খারাপ হলেও চলতি অ্যাশেজে ২-১ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।