ইংল্যান্ডকে এগিয়ে নিলেন ডেনলি-স্টোকস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জো ডেনলি এবং বেন স্টোকসের হাফ সেঞ্চুরিতে ওভাল টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় দিন শেষে ৩৮২ রানের লিড পেয়েছে দলটি। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ আট উইকেটে ৩১৩ রান।
আগের দিন বিনা উইকেটে দিন পার করা ইংল্যান্ড এ দিন দলীয় ৫৪ রানে ওপেনার ররি বার্ন্সকে (২০) হারায়। এরপর ৮৭ রানের মধ্যে ফিরে যান অধিনায়ক জো রুটও (২১)।

এরপর ডেনলির সঙ্গে ১২৭ রানের জুটি গড়েন স্টোকস। পাঁচটি চার ও দুটি ছয়ে ৬৭ রান করা স্টোকসকে ফেরান নাথান লায়ন। আগের দুটি শিকারও তাঁর।
স্টোকস ফেরার পর বেশীক্ষণ টিকতে পারেননি ডেনলি। ১৪টি চার ও একটি ছক্কায় ৯৪ রান করে ফিরে যান তিনি। দলীয় ২৪৯ রানের মধ্যে জনি বেয়ারস্টোর (১৪) উইকেটও হারায় ইংল্যান্ড।
এরপর জশ বাটলারের ৪৭, স্যাম কারানের ১৭ এবং ক্রিস ওকসের ৬ রানের সৌজন্যে ৩১৩ রান করেছে ইংল্যান্ড। তৃতীয় দিনশেষে উইকেট পাহারায় আছেন জফরা আর্চার (৩*) ও জ্যাক লিচ (৫*)।
অজি বোলারদের মধ্যে লায়ন তিনটি এবং মিচেল মার্শ ও পিটার সিডল দুটি করে উইকেট লাভ করেন। একটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স।
প্রথম ইনিংসে বাটলার-রুটের হাফ সেঞ্চুরিতে ২৯৪ রান করেছিল ইংল্যান্ড। এরপর জফরা আর্চারের ছয় উইকেটের সৌজন্যে অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ইনিংসে ২২৫ রানে আটকে রাখে ইংল্যান্ড।