promotional_ad

ইংল্যান্ডকে এগিয়ে নিলেন ডেনলি-স্টোকস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জো ডেনলি এবং বেন স্টোকসের হাফ সেঞ্চুরিতে ওভাল টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় দিন শেষে ৩৮২ রানের লিড পেয়েছে দলটি। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ আট উইকেটে ৩১৩ রান।


আগের দিন বিনা উইকেটে দিন পার করা ইংল্যান্ড এ দিন দলীয় ৫৪ রানে ওপেনার ররি বার্ন্সকে (২০) হারায়। এরপর ৮৭ রানের মধ্যে ফিরে যান অধিনায়ক জো রুটও (২১)।



promotional_ad

এরপর ডেনলির সঙ্গে ১২৭ রানের জুটি গড়েন স্টোকস। পাঁচটি চার ও দুটি ছয়ে ৬৭ রান করা স্টোকসকে ফেরান নাথান লায়ন। আগের দুটি শিকারও তাঁর।


স্টোকস ফেরার পর বেশীক্ষণ টিকতে পারেননি ডেনলি। ১৪টি চার ও একটি ছক্কায় ৯৪ রান করে ফিরে যান তিনি। দলীয় ২৪৯ রানের মধ্যে জনি বেয়ারস্টোর (১৪) উইকেটও হারায় ইংল্যান্ড।


এরপর জশ বাটলারের ৪৭, স্যাম কারানের ১৭ এবং ক্রিস ওকসের ৬ রানের সৌজন্যে ৩১৩ রান করেছে ইংল্যান্ড। তৃতীয় দিনশেষে উইকেট পাহারায় আছেন জফরা আর্চার (৩*) ও জ্যাক লিচ (৫*)।



অজি বোলারদের মধ্যে লায়ন তিনটি এবং মিচেল মার্শ ও পিটার সিডল দুটি করে উইকেট লাভ করেন। একটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। 


প্রথম ইনিংসে বাটলার-রুটের হাফ সেঞ্চুরিতে ২৯৪ রান করেছিল ইংল্যান্ড। এরপর জফরা আর্চারের ছয় উইকেটের সৌজন্যে অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ইনিংসে ২২৫ রানে আটকে রাখে ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball