আফগানিস্তান কী করবে, জানা আছে ম্যাকেঞ্জির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ ভালো করতে পারেননি বাংলাদেশের টপ এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা সাজঘরে ফিরেছেন দলকে বিপদে রেখেই। এরআগে উদ্বোধনী জুটিও দলকে ভালো শুরু এনে দিতে পারেনি।
অভিজ্ঞরা ব্যর্থ হলেও দুই তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত এবং আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রবিবার মাঠে নামবে সাকিববাহিনী। সেই ম্যাচের আগে শনিবার অনুশীলনে নিজেদের ঝালাই করে নিয়েছেন ক্রিকেটাররা।

টেস্টে আফগানদের কাছে হারের পর টি-টোয়েন্টি ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে সাকিববাহিনী। ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ব্যাটসম্যানদের নিয়ে আলাদা আলাদা করে কাজ করেছেন এদিন। জানিয়েছেন, নিজেদের পরিকল্পনায় অটল থেকেই রশিদ খানের দলকে হারাতে চান তারা।
সেই সঙ্গে রশিদ-নবিরা কী করতে পারে, সে সম্পর্কে ধারণা আছে বলে জানালেন ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকবো, আমি জানি তারা কী করতে পারে। আমি জানি কী ধরনের চ্যালেঞ্জিং পরিস্থতির সম্মুখীন হওয়া লাগতে পারে।’
ব্যাটসম্যানদের ইতিবাচক রাখার চেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছে ম্যাকেঞ্জি। কোনো ব্যাটসম্যান যেন নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না পড়েন, সেই চেষ্টায় আছেন এই প্রোটিয়া কোচ।
ম্যাকেঞ্জি বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো আপনি যখন নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। নিজের স্বাভাবিক খেলাটা তখন খেলা যায় না। আমি কখনই চাই না আমার দলের ব্যাটসম্যানরা এটা ভাবুক যে, এটাই তার শেষ সুযোগ। আমাদের মাঠে নামতে হবে, ইতিবাচক ক্রিকেট খেলতে হবে বাংলাদেশের জন্য।’