নিজেদের দোষেই হেরেছিঃ আকবর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শিরোপা থেকে নিশ্বাস দূরত্বে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ৫ রান নিতে পারলেই হাতে উঠতো স্বপ্নের শিরোপা। কিন্তু সেটা হয়নি, ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। আকবর আলীদের চোখের সামনে জয়ের উল্লাসে মাতে ভারতীয় যুবারা। বাংলাদেশ যুব দলের অধিনায়ক জানালেন, এমন হারের পর দোষ মেনে নেয়া ছাড়া কিছু করার নেই।
তিনবার ফাইনাল খেলেও এশিয়া কাপের শিরোপার স্বাদ নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার যুবাদের ক্রিকেটেও রচিত হয়েছে হৃদয় ভাঙার গল্প। ওয়ানডে ম্যাচে ১০৭ রানের লক্ষ্য, নাগালেই ছিল। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে পারেনি আকবর আলীর দল। ৫ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে যুবারা।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নিজেদের ভুল স্বীকার করে নিলেন আকবর, ‘১০৭ রানের লক্ষ্য নাগালেই ছিল। আমাদের এই রান তাড়া করা উচিত ছিল। কিন্তু আমরা সেটা পারিনি। নিজেদের দোষেই হেরেছি।’
শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১০৬ রানে থামিয়ে দেয় বাংলাদেশ যুবারা। কিন্তু স্বল্প এই লক্ষ্য তাড়ায় বাংলাদেশের যুবাদের ভিন্ন চেহারায় দেখেছে ক্রিকেট বিশ্ব।
ইনিংসের চতুর্থ বল থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। আকবর আলী, মৃত্যুঞ্জয় লড়াই করলেও শেষ করে আসতে পারেননি। শেষের দিকে যদিও তানজিম সাকিব এবং রাকিবুল হাসান স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু শেষ হাসিটা হেসেছে ভারতই।