বাংলাদেশের মিডিয়ার কাছে ম্যাকেঞ্জির চাওয়া

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টানা হারের পর ত্রিদেশীয় সিরিজে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি মনে করেন, মিডিয়ার সমর্থন পেলে আরও ভালো করবে জাতীয় দলের ক্রিকেটাররা।
বিশ্বকাপের পর থেকে হারের মিছিলে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে তিনটি ওয়ানডেতেই হারে বাংলাদেশ। ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচেও হেরেছে সাকিব আল হাসানের দল।
পরাজয়ের শৃঙ্খল ভাঙতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়াটা তাই একটু বেশিই দরকার ছিল সাকিব-মুশফিকদের জন্য। টানা হারের মধ্যে থাকায় স্বাভাবিকভাবেই মিডিয়ায় সমালোচিত হয়েছে বাংলাদেশ দল। যদিও সমালোচনার পক্ষে নন ম্যাকেঞ্জি।
শনিবার মিডিয়ার উদ্দেশ্যে ম্যাকেঞ্জি বলেন, ‘তাদের সাহস দিতে হবে, তারা যদি কাল হারে বা তার পরের ম্যাচে হারে, হয়তো এর পরের ম্যাচে জিতবে। তারা হারার জন্য মাঠে নামে না। শতভাগ ইতিবাচক এবং ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য মাঠে নামে বাংলাদেশ।
আপনারা (মিডিয়া) চাইলে তাদের সাহায্য করতে পারেন। ছেলেদের পাশে দাঁড়ান। তাদের পরিসংখ্যান ঘেটে দেখুন। কেউ তিন ম্যাচে রান পাচ্ছে না এটা বিষয়ই না, এই ম্যাচে সে কেমন করছে এটা দেখেন। হয়তো সে নিজের সেরাটা দিতে পারছে না, কিন্তু যখন সে দিচ্ছে সে বিশ্বসেরা হয়ে যাচ্ছে।’
শুক্রবারের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ১৪৫ রান তাড়া করতে নামা বাংলাদেশের ছয় উইকেট পড়ে যায় মাত্র ৬০ রানে। এরপর আট নম্বরে নেমে আটটি চার এবং একটি ছক্কায় ২৬ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান আফিফ হোসেন।
