আলট্রা এজের ভুল ধরিয়ে দিলেন ভন
ছবি: ছবিঃ মাইকেল ভনের টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজের আলট্রা এজ সিস্টেমকে ভুল প্রমাণ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। শুক্রবার ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের উইকেট নিয়ে শুরু হয়েছে এই বিতর্ক।
ব্যক্তিগত ৫ রানে থাকার সময় ইংলিশ পেসার জফরা আর্চারের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। প্রথমে অবশ্য আম্পায়ার মারাইস এরাসমাস আর্চারের আবেদনে সাড়া দেননি।
এরপর ইংলিশ অধিনায়ক জো রুট রিভিউ নিলে আলট্রা এজে দেখা যায় বলটি ব্যাটে স্পর্শ করেছে ওয়ার্নারের। সঙ্গে সঙ্গে থার্ড আম্পায়ার ওয়ার্নারকে আউট ঘোষণা করেন।
বিপত্তি বাধে অন্য জায়গায়। ভন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি দিয়েছেন, যেখানে দেখা যায় আলট্রা এজ ভুল কাজ করছে। কারণ ওয়ার্নারের ছায়ায় দেখা যায় বলটি তাঁর ব্যাট স্পর্শই করেনি!
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার রায়ান হ্যারিসও এই ছবি টুইটারে দিয়েছেন। ছবির শিরোনামে লিখেছেন, ‘আউট হওয়ার আগে আপনাকে বলে আঘাত করতে হবে।’
চলমান অ্যাশেজে খুবই বাজে সময় যাচ্ছে ওয়ার্নারের। প্রথম টেস্টে আউট হন ২ ও ৮ রানে, দ্বিতীয় টেস্টে ৩ ও ৫ রানে, তৃতীয় টেস্টে ৬১ ও ০ রানে, চতুর্থ টেস্টের দুই ইনিংসেই শুন্য রানে আউট হন ওয়ার্নার। পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে করেছেন মাত্র ৫ রান।
