দ্বিতীয় দিন ভাগাভাগি করলেন স্মিথ-আর্চার
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ওভাল টেস্টে সফরকারী অস্ট্রেল??য়া থেকে ৭৮ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৯৪ রান করা দলটি দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে করেছে বিনা উইকেটে ৯ রান। নিজেদের প্রথম ইনিংসে ২২৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
আগের দিন আট উইকেটে ২৭১ রানে থাকা ইংল্যান্ড, নিজেদের প্রথম ইনিংসে বিশেষ কিছু করতে পারেনি। এ দিনের প্রথম সেশনে জশ বাটলার ফিরেছেন ৭০ রানে। জ্যাক লিচ ফিরেছেন ২১ রানে। আগের দিন চার উইকেট নেয়া মিচেল মার্শ এ দিন তাঁর পঞ্চম উইকেট পূর্ণ করেন।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই ভুগেছে জফরা আর্চার আতঙ্কে। আর্চার এ দিন নিয়েছেন ছয়টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে কেবল স্টিভ স্মিথই প্রতিরোধ গড়তে পেরেছেন।
চলতি অ্যাশেজ সিরিজের সেরা এই ব্যাটসম্যান তুলে নেন ৮০ রান। ক্রিস ওকসের শিকার হয়ে ফেরেন তিনি। আর্চার অবশ্য রাজত্বই করেছেন রীতিমতো।
তাঁর শিকার হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার (৫), মার্কাস হ্যারিস (৩), মারনাস ল্যাবুশানে (৪৮), মিচেল মার্শ (১৭), পিটার সিডল (১৮) এবং ন্যাথান লায়ন (২৫)।
অস্ট্রেলিয়া ২২৫ রানে অলআউট হলে আবারও ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের হয়ে উইকেট পাহারায় আছেন দুই ওপেনার ররি বার্নস (৪*) ও জো ডেনলি (১*)।