স্বাধীনতার সঠিক ব্যবহার শেখালেন আফিফ

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
খাদের কিনারা বাংলাদেশকে টেনে তুলে জয়ের খুব কাছে পৌঁছে দেন তরুন আফিফ হোসেন। ম্যাচ শেষ না করতে পারলেও ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অলরাউন্ডার।
শুক্রবার জিম্ববাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জিতে কিছুটা হলেও ছন্দে ফিরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে হারানোর পেছনে অভিজ্ঞদের ছাড়িয়ে সবার নজর কেড়ে নিয়েছেন আফিফ।

নিজের অভিষেক ম্যাচে ০ রানে ফিরলেও একবছর পর সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়েছেন দারুণ ভাবে। জানিয়েছিয়েন, চাপ মুক্ত ছিলেন এবং ব্যাটিংয়ের স্বাধীনতা দেয়া হয়েছিল বিধায় এমন ইনিংস খেলতে পেরেছেন তিনি।
আফিফ বলেন, 'আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে তেমন কারো সঙ্গে কথা হয়নি। সবাই আমাকে ম্যাচের প্রথম দিকে বলেছে যে আমাকে আমার মতো খেলতে। স্বাধীনতা দিয়েছে আর আমি সেই অনুসারে খেলতে পেরেছি।'
অধিনায়ক সাকিব অবশ্য টেস্টে একটা কথা বলেছিলেন যে, মন খুলে খেলতে হবে সবাইকে। আফিফও জানালেন, তাকে কেই কোনো প্রকার বাঁধা দেয়নি, এটাই তার জন্য কাজে এসেছে।
আফিফ আরও বলেন, 'আমি সবসময় আমার মতো খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাকে কেউ বাঁধা দেয়নি। এই কারণে আমার ভালো হয়েছে।'