আফিফ আরও আগে নামেনি কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দলকে রীতিমতো একাই জিতিয়েছেন সম্ভাবনাময় অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। অসাধারণ ইনিংস খেলা আফিফের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আফিফের মতো ব্যাটসম্যান কেন এতো দেরীতে (আট নম্বরে) নামলো সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে বিষয়টি জানিয়েছেন পাপন।
'প্রধানমন্ত্রী খেলার মাঝেই ফোন করছিলেন। বলছিলেন, ‘পাপন এইটা কি হচ্ছে? এরকম হচ্ছে কেন? উনি তখন চিন্তিত। তারপর যখন আফিফ আসল। আফিফের খেলা দেখে বলল- ‘ও আগে নামে নাই কেন? একে তো আগে দেখিনি’। আমি বললাম আপা ও তুলনামূলকভাবে একদম নতুন। এসেছে মাত্র ১৯ বছর বয়স। ওর আসলে পাঁচে খেলার কথা ছিল।

যেখানে খেলেছে সেটা বড় কথা না। ভালো খেলেছে, উনি বলল, ‘ভালো খেলেছে, ওর খেলা দেখছি।’ তাই খেলা শেষ হওয়ার পর পর ভাবলাম প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আফিফের একটু কথা বলিয়ে দেই। অধিনায়ক সাকিবের সঙ্গেও কথা হয়েছে। কি কথা বলেছে আমি আসলে জানি না।' বলেছেন পাপন।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ১৪৫ রান তাড়া করতে নামা বাংলাদেশের ছয় উইকেট পড়েছে মাত্র ৬০ রানেই। এরপর আট নম্বরে নেমে আটটি চার এবং একটি ছক্কায় ২৬ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন আফিফ।
১৮তম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান আফিফ। এরপর বাংলাদেশকে জয় এনে দিতে তেমন কোনো কষ্ট পেতে হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনকে।
পাপন আরও বলেন, 'খেলা শেষ হওয়ার আগে আগেও ফোন করে বলেছে, ‘আমার তো দোয়া করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে।’ উনি প্রতিটা বলই দেখেছেন। ও আউট হওয়ার আগে যে চার মারল এটা দেখে বলেছে, ‘এই শটটা দারুণ খেলেছে।’