promotional_ad

দুই হোসেন স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশের সামনে ১৪৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে হ্যামিল্টন মাসাকাদজার দল। জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।


আফিফ-মোসাদ্দেক স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকেঃ


৬ উইকেট হারালেও দুই তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন এবং মোসাদ্দেক হোসেন মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে নিজেদের ভেতর ৫০ রানের জুটি গড়েছেন তারা। 


ফিরলেন রিয়াদ-সাব্বিরঃ



promotional_ad

৪ উইকেট হারানো বাংলাদেশকে বিপদমুক্ত করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। রায়ান বার্লের বলে ১৪ রান করে লেগ বিফরের ফাঁদে পরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। খানিক পর অসাধারণ এক ক্যাচ দিয়ে সাব্বির রহমানকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন বার্ল। বর্তমানে ক্রিজে আছেন দুই তরুন আফিফ হোসেন এবং মোসাদ্দেক হোসেন। 


বিপর্যয়ে বাংলাদেশঃ


শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ব্যক্তিগত ১৯ রানে টেন্ডাই চাতারার বলে বোল্ড হয়ে ফিরলে তাঁর ইনিংস শেষ হয়। এরপরের ওভারে সৌম্য আউট হন জার্ভিসের শিকার হয়ে ব্যক্তিগত চার রানে। এর পরের বলেই উইকেটের পেছনে টেলরকে ক্যাচ দেন মুশফিকুর রহিম। এরপরের ওভারে ১ রান করে বিদায় নেন সাকিব আল হাসানও।


সৌম্য-লিটনের ব্যাটে উড়ন্ত সূচনা বাংলাদেশেরঃ


বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন লিটন। তবে এক প্রান্ত ধরে খেলছেন সৌম্য।



সংক্ষিপ্ত স্কোরঃ 


জিম্বাবুয়েঃ ১৪৪/৫ (১৮ ওভার) (বার্ল- ৫২*, মাসাকাদহা- ৩৪; তাইজুল- ১/২৬, মোসাদ্দেক-১/১০)


বাংলাদেশঃ ১১৭/৬ (১৫ ওভার) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball