promotional_ad

জিম্বাবুয়ের পাল্টা আক্রমণ থামালেন মুস্তাফিজ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক সাকিব আল হাসান। 


বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা দেড় ঘন্টা পড়ে শুরু হয়েছে। যেকারণে ম্যাচের দীর্ঘ কমিয়ে আনা হয়েছে ১৮ ওভারে। সাকিবের আমন্ত্রণে এখন ব্যাটিং করছে জিম্বাবুয়ে।



promotional_ad

জিম্বাবুয়ের পালটা আক্রমণঃ


প্রথম ৪ ওভারে ২৩ রান দিলেও পরের দুই ওভারে বাংলাদেশের বোলারদের বিপক্ষে পাল্টা আক্রমণ চালান জিম্বাবুয়ের ব্যাটসম্যান ক্রেইগ আর্ভাইন এবং হ্যামিল্টন মাসাকাদজা। পরবর্তী ১২ বলে ২৬ রান তুলে নিয়ে অধিনায়ক সাকিবকে চিন্তায় ফেলে দেন তারা।


সে সময় মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে নিয়ে আসেন সাকিব। বল হাতে নিয়েই অধিনায়ককে আনন্দের জোয়ারে ভাসান এই বাঁহাতি পেসার। ক্রেইগ আর্ভাইনকে বিদায় করেন মুস্তাফিজ।  



দুই প্রান্তে স্পিনারঃ জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেন শুরুতে সুবিধা না করতে পারেন সে জন্য দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ চালান অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারে ৭ রান দিয়ে শেষ করার পর দ্বিতীয় ওভারে তাইজুল ইসলামকে বোলিংয়ে নিয়ে আসেন তিনি। 


আর টি-টোয়েন্টি অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। ৬ রান করা ব্রেন্ডন টেলর তার বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে বিদায় নেন। এই দুই স্পিনার মিলে প্রথম চার ওভারে খরচ করেন মাত্র ২৩ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball