promotional_ad

বিপিএলের পেশাদারিত্ব নিয়ে রশিদের প্রশ্ন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের কাছে বিপিএলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সময়ের সেরা এই লেগস্পিনার।


২০১৬-১৭ মৌসুমের বিপিএলে কুমিল্লার হয়ে খেলেছেন রশিদ। এরপরে তাঁকে দলে ভেড়াতে চাইলেও বিপিএল খেলতে কুমিল্লার কাছে অনাগ্রহ প্রকাশ করেছেন আফগান এই স্পিনার। বিপিএলে পেশাদারিত্বের অভাব থাকায় তাঁকে দলে ভেড়াতে পারেননি বলে অভিযোগ করেছেন নাফিসা।  


শুক্রবার গণমাধ্যমকে বলেন, 'রশিদ খান আমার চুক্তিতে ছিল আগে। তাকে আমি দুই বছর পাইনি। সে বলেছে, তোমার বিপিএলের কোনো নিশ্চয়তা নেই। আমি কেন আমার দুইটা চুক্তি বাদ দিয়ে বিপিএল খেলতে আসব?



promotional_ad

তোমাদের মধ্যে এখন পর্যন্ত কোনো পেশাদারিত্ব আসেনি যে কারণে আমি বিপিএল খেলতে পারি।'


বিপিএলের সপ্তম আসর হচ্ছে না। বিসিবির নিয়ন্ত্রণে এবার হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। যেখানে থাকছে না কোনও ফ্র্যাঞ্চাইজি অথবা কোনও ফ্র্যাঞ্চাইজির করা কোনও চুক্তি। বরঞ্চ বিসিবির দায়ভারেই হবে বঙ্গবন্ধু বিপিএল।


এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাফিসা। দেশের অন্যতম সেরা এই ক্রীড়া সংগঠকের মতে, বিদেশী ক্রিকেটারদের কাছে মান হারাচ্ছে বিপিএল। 


তিনি আরও বলেন, 'শহীদ আফ্রিদি তাবলীগে আছে, সেখান থেকে আমাদের বার্তা পাঠিয়েছে। সে জানতে চেয়েছে এমন সংবাদ ভুল কিনা। টুইটার, ওয়েব থেকে বিভিন্ন খবর নিয়ে সে আমাকে পাঠিয়েছে। তারা এটা গ্রহণ করতে পারছে না।



বিদেশী ক্রিকেটাররা আমাদের বলছে আমরা তো তোমাদের সাথে আগের হিসেবে চুক্তি করেছি, এখন ওখানে (বঙ্গবন্ধু বিপিএল) যাবো কিভাবে? তারা পরবর্তী বিপিএলে আসার কোনো সম্ভাবনাই নাই। এটার কোনো নিশ্চয়তা নেই।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball