কুমিল্লার মানুষের কাছে আমরা দায়বদ্ধঃ নাফিসা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর অনুষ্ঠিত হচ্ছে না। সেই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। যেখানে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি। এ কারণে হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।
বঙ্গবন্ধু বিপিএলে স্বয়ংসম্পূর্ণ অবস্থায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকলে কুমিল্লার স্থানীয় মানুষদের প্রতি কিছুটা অবিচার করা হবে বলে মনে করছেন বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রীড়া সংগঠক।

শুক্রবার সকালে গণমাধ্যমকে নাফিসা বলেন, 'আমি অনেক জোর গলায় বলতে পারি যে কুমিল্লার মানুষের প্রতি আমার অনেক দায়বদ্ধতা কাজ করে। আর কুমিল্লায় কোনো রাজনৈতিক দল নয় বা কোনো ধর্ম নয়, সবকিছুর ঊর্ধ্বে তারা দলটিকে সমর্থন করেছে।'
ফ্র্যাঞ্চাইজিদের দাবি দাওয়ার সম্মুখীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবার বঙ্গবন্ধু বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। জাতির পিতার নামে এমন আসর পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানান নাফিসা। তবে বিসিবির অধীনে না থেকে স্বয়ংসম্পূর্ণ অবস্থায় এই আসরে যোগ দিতে চান তিনি।
নাফিসা আরও বলেন, 'বঙ্গবন্ধুর চেতনা সবার মাঝে ছড়িয়ে দেবো। তিনি কোনো প্রতিষ্ঠানের না, তিনি সবার। আমার কাছে মনে হচ্ছে যে, আমাদের এখানে অংশগ্রহণ করতে না দিয়ে বঞ্চিত করা হচ্ছে। আমরা আশা করি যে আমাদের বিষয়টা পুনরায় বিবেচনা করা হবে। আমরা আমাদের সর্বোচ্চ সমর্থন দেবো। আমরা এটার অংশীদার হতে চাই।
শ্রদ্ধার সঙ্গে, গর্বের সঙ্গে আমরা এখানে যোগ দিতে চাই। শুরুতেও ধন্যবাদ বলেছি। এখনও বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। তাদের প্রতি অনুরোধ থাকবে, যাদের জন্য বিপিএল আজকের অবস্থানে এসেছে, তাদের যেন কোনোভাবে এখান থেকে বঞ্চিত করা না হয়।'