অভিষেকের অপেক্ষায় মিশু-তাইজুল?

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১৩ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক হতে পারে ডানহাতি পেসার ইয়াসিন আরাফাত মিশু এবং স্পিনার তাইজুল ইসলামের।
জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে খেলেছিলেন মিশু। সেই ম্যাচে অবশ্য নজরকাড়া কিছু করতে পারেননি তিনি। দুই ওভার করে ২২ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।
অবশ্য ঘরোয়া ক্রিকেটে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন মিশু। ২০ বছর বয়সী এই পেসার প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সাতটি। নিয়েছেন ১৮ উইকেট। এ ছাড়া ছয়টি লিস্ট 'এ' ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন মিশু।
গত আসরের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শক্তিশালী আবাহনীর বিপক্ষে অসাধারণ পারফর্ম করে আলোচনায় এসেছেন নোয়াখালী থেকে উঠে আসা এই ক্রিকেটার।

নাসির, মাশরাফিদের বিপক্ষে গাজি গ্রুপের হয়ে ৪০ রানে একাই আট উইকেট শিকার করেন এই উঠতি তরুণ। আর তাঁর এই বিধ্বংসী স্পেলে মাত্র ১১৩ রানে গুঁটিয়ে গিয়েছিল আবাহনী। আর এই ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ৮ উইকেট শিকার করার বিরল রেকর্ড গড়েন মিশু।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ডানহাতি পেসার লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের নজরে ছিলেন। টি-টোয়েন্টি দলে মিশুর সুযোগ পাওয়াকে চমকই বলতে হবে। লিস্ট 'এ' বা প্রথম শ্রেণীর ম্যাচ খেললেও এখন পর্যন্ত ঘরোয়া পর্যায়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি সম্ভাবনাময় এই ক্রিকেটার।
এ ছাড়া নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় এই সিরিজে নতুন উদ্বোধনী জুটি পাচ্ছে বাংলাদেশ। ওপেন করবেন সৌম্য সরকার এবং লিটন দাস।
অনুমিতভাবেই এই একাদশে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান, উইকেটরক্ষক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বাঁহাতি টেস্ট বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলামও এই ম্যাচে অভিষেকের অপেক্ষায় আছেন, বলা যায়। দলে সুযোগ পেতে পারেন কার্যকরী অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৯ রান খরচায় তিন উইকেট নিয়েছিলেন আফিফ। মোসাদ্দেক হোসেনের জায়গায় খেলতে পারেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ- সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসিন আরাফাত মিশু, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।