অস্ট্রেলিয়ার অনেকেই আমাকে ঘৃণা করেঃ মার্শ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার হয়ে ৩১টি টেস্ট ম্যাচ খেলে ফেললেও সেভাবে নিজের জাত চেনাতে পারেননি মিচেল মার্শ। এ কারণে মার্শের ধারণা, অস্ট্রেলিয়ার অধিকাংশ মানুষ তাঁকে ঘৃণার চোখে দেখে।
ওভালে অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন মার্শ। প্রথম দিনেই বল হাতে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। মাত্র ৩৫ রান খরচায় তুলে নিয়েছেন বেন স্টোকস, জনি বেয়ারস্টো, স্যাম কারান এবং ক্রিস ওকসের উইকেট।

নিজের এমন পারফরম্যান্সের পর বলেন, 'অস্ট্রেলিয়ার অনেকেই আমাকে ঘৃণা করে। অস্ট্রেলিয়ানরা খেলার ব্যাপারে খুব মনোযোগী। তারা ক্রিকেটকে ভালোবাসে। তারা চায় খেলোয়াড়রা ভালো করুক।
কোনও সন্দেহ নেই যে আমি টেস্ট ক্রিকেটে অনেক সুযোগ পেয়েছি। তবে আমি নিজেকে প্রমাণ করতে পারিনি।'
টেস্টে এখন পর্যন্ত ৫৩ ইনিংসে ডানহাতি এই ব্যাটসম্যান করেছেন ২৫.৩৯ গড়ে ১২১৯ রান। ৫২ ইনিংসে বল হাতে নিয়েছেন ৩৫ উইকেট। সীমিত ওভারে মার্শের পারফরম্যান্সের সাথে সাদা পোশাকে তাঁর পারফরম্যান্সের অনেক পার্থক্য। তবে এসব নিয়ে খুব বেশি ভাবছেন না মার্শ।
দল জিতিয়ে সম্মান আদায় করতে চান ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার, 'যেহেতু আমি ভালো করেছি, আশা করব তারা আমাকে এজন্য সম্মান করবে। আমি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে ভালোবাসি। সবুজ ক্যাপে খেলতে আমার খুব ভালো লাগে। আশা করি, আমি তাদের ম্যাচ জিতিয়ে দেখাব।'