ওভালে অস্ট্রেলিয়ার পেসারদের দাপট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওভাল টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়ার পেসাররা। স্বাগতিক ইংল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। জস বাটলারের অপরাজিত ৬৪ রানে ইংল্যান্ড দিন শেষ করেছে ২৭১ রানে। অজি অলরাউন্ডার মিচেল মার্শ ৩৫ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট।


সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। অধিনায়ক টিম পেইনের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুতে বেশী সুবিধা করতে পারেনি জো রুটের দল।


স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতেই প্যাট কামিন্সের বলে বিদায় নেন ওপেনার জো ডেনলি। এরপরের উইকেটে আরেক ওপেনার ররি বার্ন্সকে ভালো সঙ্গ দিয়েছেন অধিনায়ক রুট। এই জুটি ৭৬ রান যোগ করেন তারা।


promotional_ad

হ্যাজেলউডের বলে বার্ন্স ৪৭ করে ফিরলে হাফসেঞ্চুরি তুলে নেন রুট। মিচেল মার্শের শিকার হয়ে বেন স্টোকস বিদায় নেয়ার খানিক পর ইংলিশ অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরত পাঠান কামিন্স। ৫৭ রান আসে তার ব্যাট থেকে।


দলীয় ১৭৬ রানে জনি বেয়ারস্টোকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মার্শ। ইনিংসের ৬৪ এবং ৬৬ নম্বর ওভারে আরও দুটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বিপদে ফেলে দেন এই অলরাউন্ডার। 


জফরা আর্চারকে নিজের দ্বিতীয় উইকেট হিসেবে তুলে নেন হ্যাজেলউড। ২২৬ রানে ৮ উইকেট হারানো ইংল্যান্ডের পক্ষে হাল ধরে একাই লড়তে থাকেন জস বাটলার। তুলে নেন হাফ সেঞ্চুরি। 


নিচের সারির ব্যাটসম্যান জ্যাক লিচ তাকে দারুন সঙ্গ দেন। এই দুজনের ৪৫ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড। বাটলার ৬৪ এবং লিচ ১০ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


ইংল্যান্ডঃ ২৭১/৮ (৮২ ওভার)


(বাটলার ৬৪*, রুট ৫৭), (মিচেল মার্শ ৪/৩৫)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball