দুঃসময়ে থাকা দল ভয়ঙ্করঃ ডমিঙ্গো

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দক্ষিণ আফ্রিকা দলে জটিলতার অন্ত নেই, ক্রিকেট বিশ্বের সবারই জানা। এই মহাদেশেরই একটি দেশ জিম্বাবুয়ে, যাদের ক্রিকেট প্রায় ধ্বংসের পথে। খুবই খারাপ সময় পার করছে জিম্বাবুয়ের ক্রিকেট। খারাপের আঁচটা কতটা, তা বুঝতে পারছেন বাংলাদেশের নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। আর এই মুহূর্তে যেকোনো কিছু করতে পারে জিম্বাবুয়ে, মনে করছেন তিনি।
জিম্বাবুয়ে ক্রিকেটে সরকারের হস্তক্ষেপের কারণে তাদের সদস্যপদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে কারণে আইসিসির কোনো টুর্নামেন্টেই অংশ নিতে পারছে না দলটি।

একটি দেশের ক্রিকেটের জন্য এমন সময় খুবই যন্ত্রণার। ডমিঙ্গো মনে করছেন, এই দুঃসময় পার করতে পারলেই শক্তিশালী দলে পরিণত হবে জিম্বাবুয়ে। তবে এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দলটি ধ্বংসও হয়ে যেতে পারে বলে ধারণা তার।
ডমিঙ্গো বলেছেন, ‘যে দলটি দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তারা একত্রে অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারে। এই সময়ে দল ধ্বংস হতে পারে আবার ঐক্যবদ্ধও হতে পারে। তারা দক্ষিণ আফ্রিকার একটি অংশ এবং আমিও দক্ষিণ আফ্রিকার।’
‘জিম্বাবুয়ে এই মুহূর্তে কতটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমার ভালোই জানা। এটাই তাদের দলকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিতে পারে।’ যোগ করেছেন প্রোটিয়া এই কোচ।
আইসিসির টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলতে পারবে জিম্বাবুয়ে। এমন দুঃসময়ে তাদেরকে নিয়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ।
১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করবে স্বাগতিক বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি সিরিজটি।