সাকিবকে ফরম্যাটের গুরুত্ব বোঝালেন ডমিঙ্গো

ছবি: ছবিঃ বিসিবি , রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে ক্রিকেটই বাংলাদেশ দলের প্রথম পছন্দ। কিন্তু আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় এই দুই ফরম্যাটে বাংলাদেশের বেশি মনোযোগ থাকা উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেই এমনটা জানিয়েছেন ডমিঙ্গো।
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের দিন ডমিঙ্গো বলেছেন, ‘আমি সাকিবের সঙ্গে কথা বলেছি। ওকে জিজ্ঞাস করেছি যে কোন ফরম্যাট তোমাদের বেশি প্রিয়। সে বলেছে ওয়ানডে ফরম্যাট। আমি জিজ্ঞাস করেছি, কেন। সে বলেছে ক্লাব ক্রিকেট বা স্কুল ক্রিকেট- সবই ওয়ানডে ফরম্যাটে হয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে এবং টেস্ট ক্রিকেটে অনেক কাজ থাকে। সব ফরম্যাটেই অবশ্য থাকে। তবে এই দুই ফরম্যাটে অনেক মনোযোগ দিতে হয়। এখন যেহেতু ওয়ানডে খেলা নেই, সেক্ষেত্রে আমাদের টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটের দিকেই নজর দিতে হবে। সেখানেই উন্নতি করতে হবে।’
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ফাস্ট বোলারদের মোকাবেলা করতে হবে দলকে। দলকে সেভাবে গড়ে তুলতে এখনই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান।
তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাট সম্পূর্ণ আলাদা। আমরা আগামী বছরের বিশ্বকাপে ভিন্ন কন্ডিশনে খেলব। এ জন্য আমাদের ভালো ফাস্ট বোলারের বিপক্ষে খেলতে হবে। যেহেতু বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়, সেক্ষেত্রে ফাস্ট বোলারের বিপক্ষে খেলা ছাড়া বিকল্প নেই।’
