সব চাপ আফগানিস্তান, বাংলাদেশেরঃ রাজপুত

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে জিম্বাবুয়ে। আসন্ন সিরিজের জন্য কোনো প্রকার চাপ অনুভব করছেন না জিম্বাবুয়ের প্রধান কোচ লালচাঁদ রাজপুত।


গত ১৮ জুলাই জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দ্বিপাক্ষিক অথবা ত্রিদেশীয় সিরিজ খেলতে পারলেও আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নেয়ার অনুমতি নেই জিম্বাবুয়ের। তাই আপাতত হারানোর কিছুই দেখছেন না রাজপুত।


promotional_ad

ভয়ডরহীন ক্রিকেট খেলবে জিম্বাবুয়ে, জানিয়েছেন রাজপুত। তবে বাংলাদেশ এবং আফগানিস্তান চাপে থাকবে বলে মনে করেছেন তিনি।  


জিম্বাবুয়ের প্রধান কোচ বলেন, ‘চাপ অনুভব করবে আফগানিস্তান এবং বাংলাদেশ। আমাদের হারানোর কিছু নেই এবং আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলবো। প্রতিটি ম্যাচেই সেরাটা দেয়ার চেষ্টা থাকবে আমাদের। যদি আমরা আত্মবিশ্বাস দেখাতে পারি তাহলে মাঠে যে কোনো কিছু করা সম্ভব।'


সিরিজের ফাইনালে চোখ জিম্বাবুয়ের কোচের। তাঁর মতে, নিজেদের সেরাটা খেলতে পারলে যেকোনো দলকে হারানো সম্ভব।


‘ফাইনাল খেলাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি করে ম্যাচ চিন্তা করব। টি-টোয়েন্টি ক্রিকেটে কেউ ফেভারিট না। আপনি যেদিন ভালো খেলবেন, ম্যাচ জিতবেন। টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এটাই আমরা দেখি। আমরা যেকোনো টি-টোয়েন্টি দলের মতোই ভালো। যদি আমরা নিজেদের প্রতিভা অনুসারে খেলতে পারি তাহলে আমরা ম্যাচটি জিততে পারব।' বলেছেন রাজপুত।


আগামীকাল (১৩ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball